ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বর্তমানে টলিউডের প্রযোজকদের আস্থার আরেক নাম এই নায়িকা। শুধু বড় পর্দা নয়, ওটিটিতেও নিজের দাপট ধরে রেখেছেন রাজ ঘরণী। এই বছরও তার ঝুলিতে রয়েছে ‘গৃহপ্রবেশ’, ‘ধূমকেতু’র মতো ব্লকবাস্টার ছবি।
তবে এই অবস্থানে পৌঁছানোর পথটা সহজ ছিল না। কমার্শিয়াল বাংলা ছবিতে যেখানে একসময় নায়িকারা কেবলই ‘প্রপ’ হিসেবে বিবেচিত হতেন, সেখানে নিজের লক্ষ্য স্থির রেখেছিলেন শুভশ্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী তার ক্যারিয়ারের শুরুর দিকের এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনেন। তিনি জানান, প্রথমবার যখন কলকাতায় পা রেখেছিলেন, তখন তার হাতে আসে এক বিরাট অফার পরিচালক অনুরাগ বসুর নায়িকা হওয়ার প্রস্তাব।


